পরিচয় মিলল শিশু সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই নারীর
পরিচয় মিলেছে মেয়েকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই নারীর।
ময়মনসিংহ নগরীতে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া নারী হলেন নগরীর বাদেকল্পা এলাকার রাজমিস্ত্রী মো. মুস্তাকিনের স্ত্রী তানিয়া আক্তার (২২)। নিহত শিশুটি তারই মেয়ে রাইসা আক্তার।
রবিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি) আনোয়ার হোসেন তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা রেলওয়ে থানায় এসেছেন।
এর আগে দুপুর ১টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তারা দুজন নিহত হন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরা ওই নারী শিশুকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী রেললাইনে শুয়ে পড়েন। এতে ক্ষতবিক্ষত হয়ে যায় দুইজনের দেহ।
নিহত তানিয়ার স্বামী মোস্তাকিন জানান, তানিয়া দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন।
মোস্তাকিনের ভাই আল আমিন বলেন, সকালে ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তানিয়া। ওই ঘটনার পর সন্ধ্যায় খবর পেয়ে রেলওয়ে থানায় এসে মরদেহ শনাক্ত করি আমরা।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/পিএস)
মন্তব্য করুন