পরিচয় মিলল শিশু সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই নারীর

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৪| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৪
অ- অ+

পরিচয় মিলেছে মেয়েকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই নারীর।

ময়মনসিংহ নগরীতে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া নারী হলেন নগরীর বাদেকল্পা এলাকার রাজমিস্ত্রী মো. মুস্তাকিনের স্ত্রী তানিয়া আক্তার (২২)। নিহত শিশুটি তারই মেয়ে রাইসা আক্তার।

রবিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি) আনোয়ার হোসেন তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা রেলওয়ে থানায় এসেছেন।

এর আগে দুপুর ১টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তারা দুজন নিহত হন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরা ওই নারী শিশুকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী রেললাইনে শুয়ে পড়েন। এতে ক্ষতবিক্ষত হয়ে যায় দুইজনের দেহ।

নিহত তানিয়ার স্বামী মোস্তাকিন জানান, তানিয়া দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন।

মোস্তাকিনের ভাই আল আমিন বলেন, সকালে ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তানিয়া। ওই ঘটনার পর সন্ধ্যায় খবর পেয়ে রেলওয়ে থানায় এসে মরদেহ শনাক্ত করি আমরা।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয় : জুয়েল
জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, বুধবার পর্যন্ত ‘শাটডাউন’
টপটেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা