টেকনাফের পাহাড়ে বন্যহাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ২৩:১৫

কক্সবাজারের টেকনাফের লেদা পাহাড়ীয় এলাকায় এক বন্যহাতির মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাহাড়ে হাতিটির মৃত্যু হয়।

বার্ধক্যজনিত কারণে হাতিটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটির আনুমানিক বয়স ৭০ থেকে ৮০ বছর হবে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বন কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে বলা যাবে মৃত্যুর আসল কারণ। মৃত হাতিটির পোস্টমর্টেম করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা জানান, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ওই এলাকায় অবস্থান করছিল বলে রোহিঙ্গারা বলাবলি করতে শুনেছি। অবশেষে হাতির মৃত্যু খবরে বন বিভাগের লোকজন এসে হাতিটি উদ্ধারে কাজ করে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :