বিশ্ব বাজারে কমলেও দেশে সোনার দাম বেড়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ২০:২৩

বিশ্ববাজারে কমতির দিকে থাকলেও দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। ১০ দিনের ব্যবধানে দেশে ভরিপ্রতি সোনার দাম বেড়েছে দুই হাজার টাকার বেশি। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৭ হাজার ৬১৩ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। দেশের বাজারে এটাই সোনার সর্বোচ্চ দামের রেকর্ড।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই নতুন এ দাম কার্যকর হওয়ার কথা জানিয়েছে বাজুস।

এদিকে বিশ্ববাজারে সোনার দাম কমতির দিকে রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবারও সোনার দাম কমেছে। স্পট মার্কেটে সোনার দাম আউন্স প্রতি কমেছে ২২ দশমিক ৬ ডলার। এদিন ২ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে নেমেছে মূল্যবান এ ধাতুর দাম। যা সম্প্রতি ২ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছিল।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/জেএ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :