নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ১৫:৫১
অ- অ+

চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঠের লড়াই। চলতি এই আসরের রাউন্ড রবিন লিগ শেষ হয়েছে আজ। রাউন্ড রবিন লিগ শেষে ডিপিএলের সুপার লিগের ছয় দল চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টটির রাউন্ড রবিন লিগ শেষে সুপার লিগ নিশ্চিত করেছে- আবাহনী লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আগেই সুপার লিগ নিশ্চিত করেছে প্রথম পাঁচটি দল। ষষ্ঠ দল হিসেবে কারা ওঠে পরের রাউন্ডে সেটিই ছিল দেখার অপেক্ষা। লড়াইটা ছিল মূলত মাশরাফি বিন মর্তুজারে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপের মধ্যে।

বৃহস্পতিবার ‍(১৮ এপ্রিল) শেষ রাউন্ডে রূপগঞ্জ শাইনপুকরের কাছে হেরে যাওয়ায় রান রেটেও পিছিয়ে পড়ে। তাতে গাজীর সুপার লিগ অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ রাউন্ডে শুক্রবার (১৯ এপ্রিল) সিটি ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আবাহনী লিগ পর্ব শেষ করেছে একমাত্র অপরাজিত দল হিসেবে। ১১ ম্যাচের সব কটিই জিতেছে। আরেকটি শিরোপা থেকে খুব বেশি দূরে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও বাড়ল গুম কমিশনের মেয়াদ
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
রমেকে টিটেনাস সংক্রমণের কারণে আইসিইউ সেবা বন্ধ
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্টগার্ড ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স একসঙ্গে কাজ করবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা