বিদ্যুৎ নিয়ে কোনো আশার কথা জানাতে পারেনি বিদ্যুৎ সচিব

​​​​​​​জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১৯:০৬

সারাদেশে দাবদাহের মধ্যে গ্রামে বিদ্যুৎ না থাকার বিষয়ে কোনো আশার কথা জানাতে পারেনি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমান। তবে দাবদাহ কমে গেলে লোডশেডিং থাকবে না বলে জানান তিনি।

বুধবার দুপুরে জামালপুরের ইসলামপুরে সৌর বিদ্যুতের প্লান্ট স্থাপনের জায়গা পরিদর্শনে এসে কথা বলেন হাবিবুর রহমান।

তিনি বলেন, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকার কারণে লোডশেডিং হচ্ছে। তবে দাবদাহ কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। বোরো আবাদের অঞ্চল গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সব জায়গায় সমানভাবে লোডশেডিং হচ্ছে। চরের মধ্যে সোলার পাওয়ার প্লান্ট স্থাপন হলে আগামীতে লোডশেডিং কমবে বলে আশা করেন তিনি।

সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ পিডিবি পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, উপজেলার তিনটি ইউনিয়নের চরে প্রায় ২০ হাজার একর জমিতে সৌর বিদ্যুতের প্লান্ট তৈরি করার কথা রয়েছে। যেখান থেকে প্রায় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :