ফেসবুকে গৃহবধূর অশ্লীল ছবি শেয়ার, যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৪, ২৩:২১
অ- অ+

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে যুবলীগের সাবেক এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ জুলাই) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম (৩৬) রাসেল মোল্যা (৩১)

এর আগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে কালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

সোমবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামিরা এডিট করে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করেছে। দুটি ভুয়া আইডি খুলে প্রতিনিয়ত নোংরা কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করতে থাকে। পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়েন।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, দুটি ফেসবুক আইডির সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা