স্ত্রীর মামলা

ঝালকাঠির সাবেক পৌর মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ০০:১১
অ- অ+

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ঝালকাঠির সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের "৩" ধারায় আফজাল হোসেন রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন তার প্রথম স্ত্রী ফরিদা ইয়াসমিন ছবি। বিচারক মো. মনিরুজ্জামান বাদীর অভিযোগ আমলে নিয়ে মামলার একমাত্র আসামি আফজাল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানার সঙ্গে ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর ফরিদা ইয়াসমীন ছবির বিয়ে হয়। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে একমাত্র পুত্র সন্তান ৩ বছর আগে মৃত্যুবরণ করেন। তাদের বিয়ের পর বেশ কয়েক বছর সুখে শান্তিতে সংসার করলেও কয়েক বছর যাবৎ আফজাল হোসেন স্ত্রী ফরিদা ইয়াসমীন ছবির ঝালকাঠি শহরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত কিছু সম্পত্তি বিক্রি করে এবং আরও দশ লাখ টাকা যৌতুক দেওয়ার জন্য চাপ দিতে থাকে। যৌতুক দিতে অস্বীকার করলে আফজাল হোসেন তার স্ত্রী ফরিদা ইয়াসমীন ছবিকে মানসিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে সে পূর্বানুমতি ব্যতিরেকে মোটা অঙ্কের টাকা যৌতুক নিয়ে অন্যত্র এক নারীকে বিয়ে করে এবং ফরিদা ইয়াসমীন ছবি ও তার সন্তানদের ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দেয়। এ ঘটনায় বাধ্য হয়ে ফরিদা ইয়াসমিন আদালতে মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা