গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯
অ- অ+
বৃহস্পতিবার গাজা শহরের পূর্বে শুজাইয়া এলাকায় ইসরায়েলি হামলাস্থলে একজন ফিলিস্তিনি প্রতিক্রিয়া জানাচ্ছেন। ছবি এএফপি

দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে আরও ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এর আগে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় সংস্থার ছয়জন কর্মীসহ ১৮ জন নিহত হয়। ওই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানায়। খবর আল জাজিরার।

জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস আল-জাউনি স্কুলে হামলার পর গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি ছিটমহলে ভয়াবহ সহিংসতা বন্ধ করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গাজায় বসবাসকারীদের প্রায় ২৫ শতাংশ মানুষ ইসরায়েলের যুদ্ধে আহত হয়েছে। কমপক্ষে ২২ হাজার ৫০০ ফিলিস্তিনি জীবন পরিবর্তন হওয়ার মতো আঘাত পেয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসারায়েলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলায় কমপক্ষে ১১৩৯ জন নিহত হয়। যখন ২০০ জনেরও বেশি লোককে বন্দী করা হয়েছিল। এরপর গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ১১৮ জন নিহত এবং ৯৫ হাজার ১২৫ জন আহত হয়েছে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা