বিদেশ যাওয়া হলো না মিনহাজের, প্রাণ গেল ট্রাকের ধাক্কায়

রাঙ্গুনিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৫
অ- অ+

চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের ধাক্কায় মিনহাজ রহমান (২৩) নামে এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার ভোরে রাউজানের গহিরা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ার মফিজ চৌধুরীর ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। কয়েক মাস আগে ছুটিতে তিনি দেশে আসেন। আগামী ৬ অক্টোবর ফের সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাওয়ার কথা ছিল।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মো. শহীদ নামের এক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবারে গিয়েছিলেন মিনহাজ। সেখান থেকে ভোরে ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। আর মো. শহীদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক দুর্ঘটনায় মিনহাজ রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে নিহত মিনহাজের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা