মিরাজ-জাকেরের ব্যাটে ভর করে স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, ১২:১৭| আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৩:২৯
অ- অ+

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে শেষ সেশনে জুটি গড়ে দলকে বাংলাদেশকে কিছুটা আশার আলো দেখান মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। তবে তৃতীয় দিনের শুরুতে সাজঘরে ফিরে যান মুশফিক ও জয়। তাদের পথ ধরে ফিরে যান লিটন দাসও। দিনের শুরুতেই এই তিন ব্যাটারকে হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জাগে বাংলাদেশের।

তবে এরপরেই জুটি গড়ে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। সপ্তম উইকেটে এই জুটির ৮৯ রানে ভর করে ৬৩ ওভারে ২০১ রানে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হার এড়াতে বাংলাদেশর দরকার আর মাত্র ১ রান। অর্ধশতক তুলে নিয়েছেন মিরাজ। এটি তার টেস্ট ক্যারিয়ারের নবম অর্ধশতক।

আজ বুধবার (২২ অক্টোবর) আগের দিনের ১০১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মাহমুদুল হাসান জয় দেখেশুনে খেলতে থাকেন। তবে তৃতীয় দিনে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি কাগিসো রাবাদা। একই ওভারে এই দুই ব্যাটারকে ফেরান রাবাদা।

রাবাদার বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৯২ বলে ৪০ রান করা মাহমুদুল হাসান জয়। জয়ের বিদায়ের পর একই ওভারে সাজঘরে ফিরে যান মুশফিকও। আউট হওয়ার আগে তিনি করেন ৩৯ বলে ৩৩ রান।

এই দুই ব্যাটারের বিদায়ের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। ১৫ বলে মাত্র ৭ রান করে কেশব মহারাজের শিকার হয়ে লিঠন দাস ফিরে গেলে মাত্র ৬ রানেই ভেঙে যায় এই জুটি। তার বিদায়ে ১১২ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। দিনের শুরুতেই এই তিন ব্যাটারকে হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জাগে বাংলাদেশের। তবে গল্পের তখনও অনেক বাকি ছিল।

দলের প্রয়োজনে বোলার থেকে আজ আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন মিরাজ। ১১২ রানে ৬ উইকেট হারানোর পর জুটি গড়ে দলের হাল ধরেন জাকের আলী অনিকের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় থাকা বাংলাদেশকে টেনে তোলেন এই দুই ব্যাটার। প্রোটিয়াদের বিপক্ষে আজ ৯৪ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন মিরাজ। এটি তার টেস্ট ক্যারিয়ারের নবম অর্ধশতক।

মিরাজ অপরাজিত ৫৫ রানে আর জাকেরের অপরাজিত ৩০ রানে ভর করে ৬৩ ওভারে ২০১ রানে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হার এড়াতে বাংলাদেশর দরকার আর মাত্র ১ রান।

এর আগে মঙ্গলবার ( ২২ অক্টোবর) প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩০৮ রানে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। যার ফলে মাত্র ৫৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করছেন মাহমুদুল হাসান জয় ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাদের জুটিতে ভর তরে দলীয় সংগ্রহ ১০০ পার করে বাংলাদেশ। এরপরেই আলো স্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।

(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা