এখন থেকে ফ্যামিলি কার্ড ছাড়াও মিলবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, ২০:১৫| আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২০:৫২
অ- অ+

এখন থেকে কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়াও টিসিবির নির্ধারিত পয়েন্টে ট্রাকসেল থেকে পণ্য কিনতে পারবেন ভোক্তারা।

বুধবার টিসিবির তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিন্ম আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

এই কার্যক্রম ২৪ অক্টোবর হতে ৩১ নভেম্বর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না আসলে পরবর্তীতে কার্যক্রম বাড়ানো হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ বেগুনবাড়ি (দীপিকার মোড়), তেজগাঁও শিল্প এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদল নেতা সোহরাব হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক সরবরাহ, র‍‍্যাব-৪’র অভিযানে গাঁজাসহ দুইজন আটক
যাত্রাবাড়ীতে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা, র‌্যাবের অভিযানে আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা