জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেখানে কাউকে ভিড়তে দিচ্ছে না পুলিশ। শনিবার সকাল থেকে পার্টির কেন্দ্রীয় অফিসে কোনো নেতাকর্মীরও দেখা মেলেনি।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানারে একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরে আগুন দেওয়া হয় জাপার কার্যালয়ে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টিকে পুরোপুরি নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দেন।
এরপর শুক্রবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত ব্রিফিয়ে শনিবার ‘যে কোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এ অবস্থায় কাকরাইল এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে শুক্রবার সন্ধ্যায় গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে জাতীয় পার্টি তাদের নির্ধারিত কর্মসূচি স্থগিত করে।
(ঢাকাটাইমস/০২নভেম্বর/এফএ)
মন্তব্য করুন