১৫ হাজার পিস ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ২৩:১৮
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ হাজার ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার সৌদি প্রবাসী অনিকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অরুণাভ চক্রবর্ত্তী রায় ঘোষণা করেন।

দণ্ডের পাশাপাশি আসামিকে ৫ লাখ টাকি অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অনিক কুমিল্লার কোতয়ালী থানার ধনুয়াখোলা দীঘির পশ্চিমপাড়ের আব্দুর আজিজের ছেলে।

তবে অনিকের চাচাতো ভাই মাসুদ ওরফে রুবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না তাকে হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার আগে অনিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবদুল নূর ভূঁঞা (বাবলু) এসব তথ্য নিশ্চিত করেন।

মামলা জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৩ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম গমনকালে অনিক আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে ১৫ হাজার ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজাদুল ইসলাম ছালাম দুই জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে অধিদপ্তরের আরেক পরিদর্শক হোসেন মিঞা ২০২৩ সালের ৩ এপ্রিল দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এরপর দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

ঢাকাটাইমস/০৬জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা