সাব্বিরের ব্যাটিং ঝড়, বড় সংগ্রহ পেল ঢাকা

সিলেটে সাব্বির রহমানের ব্যাটিং ঝড় দেখলেন ক্রিকেটপ্রেমীরা। ক্যারিয়ারের শুরুতে দারুণ সম্ভাবনা জাগিয়ে তোলা এ ক্রিকেটার যেনো হারিয়েই যেতে বসেছিলেন। তবে ঢাকার বিপক্ষে আজ খেলত নেমে আসল রূপ দেখালেন ডানহাতি মারকুটে ব্যাটার। চিটাগং কিংসের বিপক্ষে এক এক করে ৯টি ছক্কা হাঁকালেন তিনি। সঙ্গে চার মারলেন ৩টি।
আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ক্যামিও দেখিয়ে ৩৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন সাব্বির। ডানহাতি ব্যাটারের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ৫ উইকেটে ১৭৭ রানের লড়াকু পুঁজি করেছে ঢাকা। অর্থাৎ জিতলে হলে চিটাগং কিংসকে করতে হবে ১৭৮ রান।
ঢাকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন জেসন রয় ও তানজিদ হাসান। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভেঙে যায় এই জুটি। ৪ বলে মাত্র ১ রান করেই আলিস আল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফিরে যান জেসন রয়। তার বিদায়ে ৩ রানেই প্রথম উইকেট হারায় ঢাকা।
জেসন রয়ের বিদায়ের পর স্টিফেন এসকিনাজিকে নিয়ে জুটি গড়েন তানজিদ হাসান তামিম। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঢাকা। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান খালেদ আহমেদ। খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান স্টিফেন এসকিনাজি। আউট হওয়ার আগে করেন ১৪ বলে ৫ রান।
স্টিফেন এসকিনাজিরর বিদায়ের পর খালেদ আহমেদের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান ১০ বলে ৯ রান করা শাহাদাত হোসেন। তার বিদায়ে ৬৬ রানে ৩ উইকেট হারায় ঢাকা।
৬৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন তানজিদ হাসান ও সাব্বির রহমান।ক্রিজে এসে শুরুটা দেখে শুনে করেন সাব্বির রহমান। তানজিদকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে রান বাড়াতে থাকেন এই ব্যাটার।
তবে ইনিংসের ১৫তম ওভারে আরাফাত সানিকে পেয়ে নিজের পুরনো রুপে ফেরেন সাব্বির। ওভারে ৩ ছক্কা হাঁকিয়ে দলের রান বাড়ানোর সঙ্গে নিজে পৌঁছে যান ৩৬ রানে।
এরপরের ওভারে আলিস আল ইসলামের বিপক্ষে সাব্বির আরও বিধ্বংসী হয়ে ওঠেন। ৬ ও ৪ হাঁকিয়ে নিজেকে নিয়ে যান হাফ সেঞ্চুরির কাছে। পরের ওভারে ২২ রানে হাফ সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার।
মাঝে তানজিদও তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে তানজিদ তামিম ৪৮ বলে ৫৪ রান করে মোহাম্মদ ওয়াসিমকে উইকেট দিয়ে বিদায় নিলেও সাব্বির অপরপ্রান্তে দ্রত রান তুলতে থাকেন। থিসারা পেরেরা এক রানে আউট হলেও ফারমানউল্লাহ শাফিকে নিয়ে দলের রান ১৫০'র ওপর নিয়ে যান সাব্বির।
নিজেও হাঁটতে থাকেন সেঞ্চুরির পথে। তবে শেষ ওভারে ৭৯ রান থেকে মাত্র ৮২ রানে গিয়ে থামতে হয় তাকে। যদিও সাব্বির আউট হননি তবে ২০ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৭৭ রান। ৩৩ বলে সাব্বির অপরাজিত থাকেন ৮২ রানে।
(ঢাকাটাইমস/০৯ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন