তানজিদ তামিমের অর্ধশতকে ১৩৯ রানে থামল ঢাকা

চলতি বিপিএলে সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে রেকর্ডের পর রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটালস। ২৫৪ রানের বিশাল স্কোরের রেকর্ড গড়েছিলো তারা। তবে চট্টগ্রাম পর্বে খেলতে নেমেই খেই হারিয়ে ফেললো ঢাকা। চট্টগ্রাম পর্বে বরিশালের বিপক্ষে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১৩৯ রানেই অলআউট হয়েছে শাকিব খানের দল।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। যেখানে টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারিতে থাকে ঢাকা। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অর্ধশতক তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে ১৯.৩ ওভারে ১৩৯ রান করেছে ঢাকা ক্যাপিটালস। তানজিদের ৪৪ বলে ৬২ এবং শেষদিকে ফারমানুল্লাহ শাফির ১৬ বলে ২২ রানের ইনিংসে এই সংগ্রহ পায় ঢাকা।
ঢাকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এই দুই বাংলাদেশি ক্রিকেটার। প্রথম চার ওভারেই তারা তুলে নেন ২৬ রান। তবে এরপরেই ওভারেই ঘটে ছন্দপতন।
ইনিংসের পঞ্চম ওভারে রিপন মন্ডলের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান লিটন দাস। আউট হওয়ার আগে করেন ১৭ বলে ১৩ রান। তার বিদায়ে ৩১ রানে প্রথম উইকেট হারায় ঢাকা।
লিটনের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফিরে যান মুনিম শাহরিয়ার। রানের খাতা খোলার আগেই ফাহিম আশরাফের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ের পর জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও জেপি কোটজে। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামান মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ রিয়াদের বলে ৯ বলে ৮ রান করে ফাহিম আশরাফের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান জেপি কোটজে। তার বিদায়ে ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা।
৪৮ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন সব্বির রহমান ও তানজিদ হাসান তামিম। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করে ঢাকা। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান তানভীর ইসলাম।
তানভীর ইসলামের বলে ডেভিড মালানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১০ বলে ১০ রান করা সব্বির রহমান। তার বিদায়ে ভাঙে ৩০ রানের জুটি।
সাব্বিরের বিদায়ের পরের বলেই সাজঘরে ফিরে যান থিসারা পেরেরা। দলের বিপদে ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। তার বিদায়ে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে শাকিব খানের দল।
এরপরেই মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বরিশালের বিপক্ষে অর্ধশতক তুলে নেন তিনি।
ঢাকাকে একশ রানে পৌঁছে দিয়ে ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত। তানভির ইসলামের বলে , ডেভিড মালানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে করেন ১১ বলে ১১ রান।
মোসাদ্দেকের বিদায়ের পর তখনও দলের হাল ধরে রেখেছিলেন তানজিদ। তবে দলীয় ১২০ রানে ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ৪৪ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৬২ রান করে বিদায় নেন এই ওপেনার।
তানজিদের বিদায়ের পর একপ্রান্ত আগলে রেখে ১৬ বলে ২২ রানের ইনিংস খেলেন ফারমানুল্লাহ শাফি। তার ২২ রানে ভর করে ১৯.৩ ওভারে ১৩৯ রানে ঢাকা।
(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন