নওগাঁয় গলাকেটে হত্যা, গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতভর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার সফিউল সারোয়ার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ ডিসেম্বর রাতে জাহিদুল ইসলামকে গলাকেটে হত্যার পর মৃতদেহটি পত্নীতলা থেকে একটি অটোচার্জার ভ্যানে করে মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের আরমান সরদারের জমির পাশে কালভার্টের নিচে পলিথিনে মুড়িয়ে ফেলে রেখে যায় আসামিরা। পরে এ বিষয়ে তার স্ত্রী থানায় মামলা করলে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। পূর্ব শত্রুতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফারজানা হোসেন, মহাদেবপুর থানার ওসি হাসমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/২৮জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন