চ্যাম্পিয়ন্স লিগ: শেষ ষোলো ও প্লে-অফে উঠল যেসব ক্লাব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:১১
অ- অ+

নতুন ফরমেটে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ। ইতোমধ্যেই শেষ হয়েছে প্রথম পর্বের খেলা। ৩২ দলের জায়গায় এবারের আসরে অংশ নিয়েছে ৩৬টি দল। যেখানে লিগ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও প্লে-অফের ২৪ দল।

পয়েন্ট টেবিলের সেরা আট দল সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে। যার মধ্যে অন্যতম হলো লিভারপুল ও বার্সেলোনা। ৮ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে লিভারপুল। সমান ম্যাচ খেলে ৬ জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

শেষ ষোলোর টিকিট পাওয়া দলগুলো: লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লিল ও অ্যাস্টন ভিলা

শেষ ষোলোর বাকি আট দল আসবে প্লে-অফ খেলে। যেখানে অংশ নিবে পয়েন্ট থেকে ৯ থেকে ২৪ নম্বরের মধ্যে থাকা দলগুলো। প্লে-অফ পর্বে রয়েছে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ ছাড়াও ম্যানসিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজির মতো বড় দলগুলো।

এর ড্র হবে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি)। আর ম্যাচগুলো হবে ফেব্রুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে।

প্লে-অফ নিশ্চিত করেছে যেসব দল: আতালান্তা, বরুশিয়া ডর্টমুন্ড, রেয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি আইন্দহোভেন, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্ড, ইউভেন্তুস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন, ক্লাব ব্রুজ

আর লিগ পর্বে খারাপ করায় বাদ পড়েছে টেবিলের ২৫ থেকে ৩৬ নাম্বার পর্যন্ত দলগুলো।

বাদ পড়া দল: দিনামো জাগরেব, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলেগনা, রেড স্টার বেলগ্রেড, স্টুর্ম গ্রাজ, স্পার্টা প্রাহা, লেইপজিগ, জিরোনা, সালসবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়ং বয়েজ।

(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা