‘শেখ হাসিনাতেই আস্থা’ নিয়ে সাবেক এমপি নিক্সন ও উপজেলা চেয়ারম্যানের নামে মামলা

আওয়ামী লীগের ‘শেখ হাসিনাতেই আস্থা’ পোস্টার বিতরণকে কেন্দ্র করে ফরিদপুরের সদরপুর থানায় সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুলসহ ছয়জনের নামে মামলা করা হয়েছে।
গত সোমবার সদরপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মামুনুর রশিদ বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আরও যাদের নাম এসেছে তারা হলেন প্রিন্স চৌধুরী. হবি বেপারী ও লোকমান শেখ।
এসআই (নিরস্ত্র) মো. মামুনুর রশিদ বলেন, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরনামে আওয়ামী লীগের পোস্টার বিতরণকালে প্রিন্স চৌধুরী নামের এক ব্যক্তিকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এই মামলায় অন্যান্য আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে।
স্থানীয়দের ভাষ্যমতে, উপজেলার দক্ষিণ চরবিষ্ণুপুরের বাসিন্দা প্রিন্স চৌধুরী ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির মনোনয়নে ‘পাটের আঁশ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এখন কী করে একই ব্যক্তি আওয়ামী লীগের পোস্টার বিতরণ করে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন (খোকন) বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। তারপর থেকেই আসামিরা বিভিন্নভাবে রাষ্ট্রদ্রোহী করে আসছেন। অভিযুক্ত প্রিন্স চৌধুরীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েচে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন