বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা সোহরাব গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৩
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শাহিদুল ইসলাম সোহরাবকে (৩৮) গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানার পুলিশ।

বুধবার আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন আর রসিদ জানান, ভোররাত তিনটার দিকে (মঙ্গলবার দিবাগত রাত) আলফাডাঙ্গা পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহিদুল ইসলাম সোহরাব ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের আব্দুল মান্নান শেখ ওরফে রুস্তুম শেখের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ আগস্ট আলফাডাঙ্গা পৌরসভাধীন আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌরাস্তায় পতিত স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নেন। এ সময় রাস্তায় চলাচলকারী যানবাহন ভাঙচুর, জনমনে আতঙ্ক ছড়িয়ে দিতে সন্ত্রাস সৃষ্টি ও বিএনপির নেতাকর্মীদের প্রাণনাশের হুমকিসহ একাধিক অভিযোগ তুলে তখন মামলা করা হয়। ওই বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা শাহিদুল ইসলাম সোহরাবকে গ্রেপ্তার করা হয়।

তবে সোহরাবের পরিবারের দাবি, তাকে মঙ্গলবার দুপুরে বোয়ালমারীর নিজ বাড়ির সামনে থেকে আটক করে পুলিশ।

বুধবার দুপুরে আসামিকে ফরিদপুর বিচারিক আদালতে পাঠায় আলফাডাঙ্গা থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আলফাডাঙ্গা থানা এলাকায় বিস্ফোরক মামলার আসামি সোহরাবকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা