আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বরিশালে মশাল মিছিল

আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়ে বরিশাল মহানগরীতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর সদর রোডে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র-জনতা বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসী দলের স্থান হবে না। তারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে বিগত ১৫ বছর গুম খুন গণহত্যার রাজনীতি করেছে।
বক্তারা বলেন, সর্বশেষ জুলাই-আগস্টে হাজার হাজার ছাত্র-জনতার প্রাণ নিয়েছে স্বৈরাচারি আওয়ামী লীগ। তাই তাদের নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।
মিছিলটি সদর রোড থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সদর রোডে এসে শেষ হয়।
(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন