অপারেশন ডেভিল হান্ট: মানিকগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭
অ- অ+

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মানিকগঞ্জে গ্রেপ্তার হয়েছেন সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের।

রবিবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদের মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। তিনি একসময় ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের ইউপি চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানিয়েছেন, ‘আব্দুল কাদেরকে গ্রেপ্তা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

আব্দুল কাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে পরিচিত ছিলেন। ২০২০ সালে ইউপি চেয়ারম্যান থাকার সময় তিনি ধর্ষণের অভিযোগে বরখাস্ত হয়েছিলেন।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা