শ্রীপুরে বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৪| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২০
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন রঙ রুই ফ্যাশন ওয়্যার নাম‌ে একটি পোশাক কারখানার ৮ শতাধিক শ্রমিক। এ সময় কারখানার খোলা জায়গায় অবস্থান নিয়ে মিছিল করেন তারা।

সোমবার সকাল ৮টা থেকে উপজেলার টেপিরবাড়ি দক্ষিণপাড়া এলাকায় শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় আট শতাধিক শ্রমিক রয়েছেন। সরকারিভাবে ঘোষিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট, বাৎসরিক ছুটির টাকা, হাজিরা বোনাস ও টিফিন বিল পরিশোধ করার কথা থাকলেও জানুয়ারি মাসের বেতনের সাথে এগুলো দেওয়া হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সোমবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। কারখানার শেডের পাশের খোলা জায়গায় অবস্থান নিয়ে ছুটির টাকা ও ইনক্রিমেন্টের দাবিতে মিছিল করেন তারা। খবর পেয়ে শিল্প পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

শ্রমিক জালাল ম‌িয়া বলেন, ‘সরকারিভাবে ঘোষিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধ করার কথা থাকলেও জানুয়ারি মাসের বেতনের সাথে এগুলো দেওয়া হয়নি। আমাদের যে টাকা বেতন দেয়, সেই টাকা দিয়েই ঘর ভাড়া, খাবার, বাচ্চার লেখাপড়া কিছুই ঠিকমতো করতে পারি না। কষ্ট করে চলতে হচ্ছে।’

আরেক শ্রমিক সালাম বলেন, ‘আমাদের ৯ দফা দাবিতে সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। ২০০৬ সালে বিজিএম থেকে যে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল, সেভাবেই কারখানা পরিচালনা করতে হবে।’

এ বিষয়ে কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা আল হাসানকে একাধিকবার ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে শিল্প পুলিশসহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তবে কারখানার ভেতরে শ্রমিকরা আমাদের ঢুকতে দিচ্ছে না।’

(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ঈদ টার্গেট করে বিপুল জাল নোট তৈরি, ৪০ লাখ ছাড়ার পর পুলিশের হাতে ধরা
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা