ভৈরবে দুদিনে শিয়ালের কামড়ে আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে দুদিনে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।সোমবার দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন ও ৯ ফেব্রুয়ারি একজন চিকিৎসা নিয়েছেন৷
আহতরা হলেন— শহরের কমলপুর এলাকার ঝর্না বেগম (৫৫), শফিক মিয়া (৫০), ফরিদ মিয়া (৬৫), রুনা (৩৫), বৃষ্টি আক্তার (৩০), ৬ বছরের শিশু আদিবা, রিনা বেগম (৩৬), উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর এলাকার জেসমিন বেগম (২৮) ও শিমুলকান্দি উপজেলার গোছামারা গ্রামের বাসিন্দা ওয়াজ উদ্দিন (৬৫)। এদের মধ্যে গুরুতর আহত ওয়াজ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত মধ্যরাতে শহরের কমলপুর পশ্চিম পাড়া, নিউটাউন ও আমলাপাড়া এলাকায় শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। পরে আহতরা সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এছাড়া রবিবার বিকালে উপজেলার গোছামারা গ্রামে কৃষক ওয়াজ উদ্দিন বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটছিলেন৷ হঠাৎ একটি শেয়াল দৌড়ে এসে তাকে কামড়ানো শুরু করে। এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এসে শিয়ালটিকে ধাওয়া করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওয়াজ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷ চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷
কমলপুর এলাকার আহতের স্বজন সাব্বির হোসেন সামির বলেন, রাতে আমাদের কমলপুর এলাকায় শিয়াল আতঙ্কে ঘুমাতে পারিনি। আমার আত্মীয় বৃষ্টি এবং হালিম মিয়া ও এলাকার বৃদ্ধ, নারী, শিশুসহ বেশ কয়েকজনকে একটি পাগলা শিয়ালে কামড় দিয়েছে। শুনেছি নিউটাউন এলাকায় একটি পাগলা শিয়ালকে মেরে ফেলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারিয়া নাজমুন প্রভা বলেন, আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল একজনকে ঢাকায় পাঠানে হয়েছে। শিয়াল ও কুকুরের কামড়ে আহত হলে অবশ্যই ক্ষতস্থান প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শে ভ্যাকসিন নিতে হবে।
(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন