মির্জাপুরে ডেভিল হান্ট অপারেশনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ডেভিল হান্ট অপারেশনের দ্বিতীয় দিনে আব্দুর রহমান খান নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান খান উপজেলার তরফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। তিনি তরফপুর দক্ষিণপাড়া গ্রামের জিয়ারত আলী খানের ছেলে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, হিমেলের মার করা মামলার তদন্তে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আসামিকে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়।
(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)
মন্তব্য করুন