মেঘনায় এসিল্যান্ডসহ একাধিক দপ্তরে প্রধান কর্মকর্তা নেই, ভোগান্তিতে নাগরিকরা

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৪
অ- অ+

কুমিল্লার মেঘনা উপজেলায় সহকারী কমিশনারসহ (ভূমি) একাধিক দপ্তরের প্রধান কর্মকর্তা না থাকায় স্থবির হয়ে পড়েছে দাপ্তরিক কার্যক্রম। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের এক আদেশে স্বরূপ মুহুরীকে মেঘনা উপজেলায় এসিল্যান্ড হিসেবে বদলি করা হলেও এখনো তার পদায়ন হয়নি। ফলে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এছাড়া মাধ্যমিক শিক্ষা ও উপজেলা পল্লি উন্নয়ন দপ্তরের দায়িত্ব হোমনা উপজেলার কর্মকর্তাদের দেওয়া হলেও তারা এখনো কার্যত অফিস করেননি। অন্যদিকে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজারের পদ।

কর্মকর্তা না থাকায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, ‘উপজেলার গুরুত্বপূর্ণ দপ্তরগুলো দীর্ঘদিন ধরে প্রধান কর্মকর্তা ছাড়া চলছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। দ্রুত নিয়োগ না দিলে সমস্যার আরও অবনতি ঘটবে।’

একাত্তরের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্বাসউদ্দীন আহমেদ বলেন, ‘সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দ্রুত কর্মকর্তা নিয়োগ দিতে হবে। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হ্যাপী দাস বলেন, ‘এসিল্যান্ড পাওয়া গেছে। তবে এখনো পদায়ন হয়নি। ফলে আমাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। দ্রুত অন্যান্য শূন্যপদ পূরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা