নরসিংদীতে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪
অ- অ+

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের চাচারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রায়পুরার উত্তর বাখননগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের জুম্মান মিয়ার ছেলে রনি (৩০) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাপস (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরার উত্তর বাখননগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের রনি ও তাপস ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে নরসিংদী সদরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চাচারবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। পরে একটি যাত্রীবাহী পরিবহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক জানান, একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছে এবং সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা