বোয়ালমারীতে ইটবোঝাই থ্রি-হুইলার উল্টে চালক নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে ইটবোঝাই থ্রি-হুইলার উল্টে হামিম মোল্যা (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকি মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম মোল্যা মাগুরার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মান্নান মোল্যার ছেলে। নিহত-আহতরা সবাই একই এলাকার বাসিন্দা।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলার বাটা ব্রিকস নামে ইটভাটা থেকে ইট নিয়ে থ্রি-হুইলারটি শুক্রবার দুপুরে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগরের উদ্দেশে যাচ্ছিল। দ্রুত গতির থ্রি-হুইলারটি মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকি মাদরাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই মারা যান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে নিহত-আহতদের না পেয়ে হাসপাতালে যাওয়া হয় কিন্তু কাউকেই পাওয়া যায়নি। পুলিশ পৌঁছানোর আগেই মৃতদেহ নিয়ে স্বজনেরা গ্রামের বাড়িতে চলে গেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে দুর্ঘটনা ও নিহত ব্যক্তির বিষয়ে অবগত করা হয়েছে।’

(ঢাকা টাইমস/২১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা