সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

যমুনা সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার মো. উসমান গণি।
গ্রেপ্তারকৃতরা হলেন— নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে রাসেদ (২৮) ও জামালপুরের মেলান্দহ উপজেলার রাজেশপুর গ্রামের মৃত শাহ্ আলীর ছেলে রোবেল আহাম্মদ (৪৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও একটি পিকআপ জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
(ঢাকা টাইমস/২১ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন