বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩
অ- অ+

ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ হয়েছে বাংলাদেশের। বাংলাদেশের সাথে বিদায় নিশ্চিত হয়েছে, স্বাগতিক পাকিস্তানেরও। ২৭ ফেব্রুয়ারি দুইদল খেলবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ।

নিয়মরক্ষার এই ম্যাচ শেষেই বাংলাদেশের বিমান ধরবেন নাজমুল হোসেন শান্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

এরপর টাইগারদের বিদেশ সফর মে মাসের শেষের দিকে, পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আসন্ন সেই সিরিজটি আইসিসির এফটিপিরই অংশ। তবে নতুন করে এফটিপির বাইরে আরও একটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষেই। সেই সূচিতে পাকিস্তান খেলবে বাংলাদেশের মাটিতে।

এফটিপির বাইরের এই সিরিজের ব্যাপারে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফারুক বলেন, আইসিসি টুর্নামেন্টে অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা হয়, তখন অনেক কিছু নিয়েই আলোচনা হয়। পিসিবির সঙ্গে আমাদেরও সে রকম কিছু আলোচনা হয়েছে। তারা জুলাই আগস্টে সাদা বলের সিরিজ খেলতে সম্মতি জানিয়েছে।

বিসিবি সভাপতির সঙ্গে পিসিবির সভাপতি মহসিন নাকভির আলোচনা অনুযায়ী এফটিপির বাইরের এই সিরিজের জন্য সময় বের করতে প্রয়োজনে এফটিপিতে থাকা কোনো সিরিজের সময় পুনর্নির্ধারণ করবে পিসিবি। বর্তমান এফটিপি অনুযায়ী জুলাইয়ের শেষ দিকে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে।

সব ঠিক থাকলে এই সফরের আগেই বাংলাদেশে আসতে পারে পাকিস্তান। তবে সে জন্য আবার পিসিবিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের দিকেও। কেন না জুন-জুলাইতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কাদ্বীপে যাবে টাইগাররা।

দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচের দিনে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পিসিবিপ্রধান নাকভির অনানুষ্ঠানিক আলোচনায় গুরুত্ব পেয়েছিল পাকিস্তান-বাংলাদেশ সিরিজটি। সেই আলোচনার সূত্র ধরেই বিসিবির প্রস্তাব মেনে ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে (এফটিপি) জুলাই-আগস্টে বাংলাদেশে দল পাঠাতে রাজি হয়েছেন পিসিবিপ্রধান।

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য: বিএনপি নেতা সাজু
জাতীয় প্রেসক্লাবের সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা