পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনারা পাবেন শহীদ মর্যাদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ২০:৪০
অ- অ+

ঢাকার পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনাসদস্যরা 'শহীদ'-এর মর্যাদা পাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার ( মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারিজাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হবে। এটি '' শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তবে দিবসে সরকারি ছুটি থাকবে না।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদরদপ্তরে ওই হত্যাযজ্ঞে ৫৭ জন সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।

ওই ঘটনার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি রাখা হয়। পোশাকেও আনা হয় পরিবর্তন।

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগও করা হয়েছে।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পিলখানা হত্যাকাণ্ড আবার তদন্তের। সেই পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরের সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

(ঢাকাটাইমস/ মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত এমডির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাবি শিবিরের সাইকেল র‍্যালি
পঞ্চগড়ে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার  
উদ্বেগের বিষয় পলাতক ফ্যাসিস্টদের এখনো অনুশোচনা নেই: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা