মনিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত ঢাকাসহ অনেক জায়গায়

ভারতের মনিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ঢাকাসহ বাংলাদেশের অনেক এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় বুধবার বেলা ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভারতের মনিপুরের জাইরিপক থেকে ৪৫ কিলোমিটার পূর্বে এবং ইম্ফল থেকে ৫১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক ১০ দশমিক কিলোমিটার গভীরে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের অপারেটর গোলাম মোস্তফা জানান, এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার উত্তর পূর্বে।
(ঢাকাটাইমস/০৫মার্চ/এফএ)

মন্তব্য করুন