টি-টোয়েন্টির অধিনায়ক থাকছেন না শান্ত, আলোচনায় যাদের নাম

ক্রীড়া ডেস্ক, ঢাক টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৬:২০
অ- অ+

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসান অধিনায়কত্ব ছাড়লে তিন ফরম্যাটের নেতৃত্ব তুলে দেয়া হয় নাজমুল হোসেন শান্তর হাতে। তবে গত বছরই জানা গিয়েছিল টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টাইগারদের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন লিটন দাস। তবে নতুন করে দায়িত্ব কে পাচ্ছেন সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শনিবার (৮ মার্চ) মিরপুরে তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, খুব শিগগিরই টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করা হবে।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (কে অধিনায়ক)। ইতিমধ্যে দু-একজন টি-টোয়েন্টি অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করা ক্রিকেটার লিটন দাসের নাম আলোচনা হচ্ছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন লিটন।

২০২৩ সালে সাকিব আল হাসান থেকে অধিনায়কত্ব নিয়ে নাজমুল হোসেন শান্ত দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে বিসিবি সভাপতির মন্তব্য অনুযায়ী, লিটন দাসের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

অন্যদিকে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশের ওয়ানডে দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের অবসর প্রসঙ্গও তুলে ধরেন। মুশফিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং বিসিবি তাকে ভবিষ্যতে আরও সম্মান প্রদর্শন করার পরিকল্পনা করছে। ফারুক আহমেদ মুশফিককে ‘বাংলাদেশ ক্রিকেটের নাবিক’ হিসেবে প্রশংসা করেছেন এবং তাকে সংবর্ধনা দেয়ার কথাও জানিয়েছেন।

এছাড়া, দলের নতুন করে সাজানোর বিষয়ে বিসিবি সভাপতির বলেন, আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম-সাকিব-মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেয়া যায়।

আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।'

(ঢাকাটাইমস/০৮ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত থাকবে ৬১ আইনজীবীর জামিন: আপিল বিভাগ
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা