বছরের পর বছর ছাগলের ঘরে বন্দি মা! ছেলে বললেন, যা ইচ্ছা করব

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৫, ১০:০৮| আপডেট : ১০ মার্চ ২০২৫, ১১:১০
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় সবজান খাতুন নামে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ছাগল পালনের ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে তারই ছেলে মো. আবুল কালামের বিরুদ্ধে। বছরের পর বছর ছাগলের ঘরে থেকে অতিষ্ঠ তিনি।

রবিবার (৯ মার্চ) বিকালে ওই বৃদ্ধা ডাক-চিৎকার শুরু করলে বিষয়টি প্রতিবেশীরা জানতে পারেন।

বৃদ্ধা সবজান খাতুন নগরকান্দা উপজেলার কোদালিয়া-শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের মৃত হামিদ শেখের স্ত্রী।

প্রতিবেশীরা জানান, কয়েক বছর ধরে সবজান খাতুনকে ছাগল রাখার ঘরে আটকিয়ে রেখেছেন সন্তান আবুল কালাম ও তার স্ত্রী। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে সবজানকে নানা রকম মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন তারা। এমনকি ঠিকমতো খাবারও দেন না। ওখান থেকে কখনো তাকে বের হতে দেন না।

তবে ছাগলের ঘরে থাকতে থাকতে অসহ্য হয়ে পড়েন বৃদ্ধা সবজান। একপর্যায়ে রবিবার বিকালে ডাক-চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা গিয়ে তাকে সেখান থেকে বের করে আনেন। বৃদ্ধা সবজানের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে বৃদ্ধা মাকে ছাগলের ঘরে অবরুদ্ধ রাখার বিষয় জানতে চাইলে ছেলে আবুল কালাম বলেন, ‘আমার মাকে আমি যা ইচ্ছা করবো, তাতে কার কী?’

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি ঘটনাস্থলে গিয়ে দেখবো এবং অসহায় বৃদ্ধাকে সহযোগিতার জন্য যা যা করা দরকার তাই করবো।’

তিনি আরও বলেন, ‘ওই বৃদ্ধার সঙ্গে তার পরিবার ছেলে যদি এমন কোনো অন্যায় করে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা প্রজন্ম থেকে প্রজন্মে অবহেলা ও নির্যাতনের প্রবণতা আরও বেশি বাড়িয়ে দেয়।’

(ঢাকাটাইমস/১০মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা