চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৫, ১২:২৩| আপডেট : ১০ মার্চ ২০২৫, ১২:৪১
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। সোমবার সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন রাজশাহীর রামচন্দ্রপুর মহল্লার সাইদুর রহমানের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই এলাকার মৃত অলিমান আলীর ছেলে নজরুল ইসলাম (৫৫) ও একই উপজেলার মহারাজপুর এলাকার মুনিরুল ইসলামের ছেলে সুমন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকাল ৭টার দিকে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ওপর বিপরীত দিকে থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যান। আর সুমন ও নজরুল গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তাদের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুইট নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যান। আর এ ঘটনায় সুমন ও নজরুল গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি বলে জানান ওসি।

(ঢাকা টাইমস/১০মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী স্বামীকে বিদায় জানানো হলো না, বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা