সালথায় আসামি ছিনতাই: গ্রেপ্তার ৩

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৫, ১৩:১৪| আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৩:৪১
অ- অ+

ফরিদপুরে সালথায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের আউয়াল শিকদার (৬০), ফরিদ শিকদার (৩৩) ও সাকিব মাতব্বর (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টের আসামি বাবুল শিকদারকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশের একটি দল। এ সময় স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে বাবুলকে ছিনিয়ে নিয়ে যায়। বাবুল শিকদার ফুকরা গ্রামের মৃত করিম শিকদারের ছেলে। তিনি দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, শনিবার বিকালে ফুকরা গ্রামে গিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। হামলায় একজন এসআই, একজন এএসআইসহ চার পুলিশ সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরো বলেন, আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাবুলকে ফের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/১০মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা