জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জামালপুরে মেলান্দহ উপজেলায় মনজরুল ইসলাম মুঞ্জু নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাহমুদ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মনজুরুল ইসলাম মঞ্জু মেলান্দহের চর-মাহমুদপুর এলাকার মো. সুরুজ্জামানের ছেলে। তিনি দীর্ঘদিন মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।ওসি বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে গত বছরের ২৯ অক্টোবর মেলান্দহ থানায় হওয়া নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা মঞ্জুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৫মার্চ/এসএ)

মন্তব্য করুন