জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১৭:২৬
অ- অ+

জামালপুরে মেলান্দহ উপজেলায় মনজরুল ইসলাম মুঞ্জু নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাহমুদ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মনজুরুল ইসলাম মঞ্জু মেলান্দহের চর-মাহমুদপুর এলাকার মো. সুরুজ্জামানের ছেলে। তিনি দীর্ঘদিন মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ওসি বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে গত বছরের ২৯ অক্টোবর মেলান্দহ থানায় হওয়া নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা মঞ্জুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৫মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা