দেনা পাওনা নিয়ে কোনো শ্রমিক যেন রাস্তায় নেমে না আসে: টাঙ্গাইলের পুলিশ সুপার 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১৮:৩৩
অ- অ+

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, দেনা পাওনা নিয়ে কোনো শ্রমিক যাতে রাস্তায় না আসে সে বিষয়ে কারখানার মালিক প্রতিনিধিদের সতর্ক থাকতে হবে। প্রতিটি কারখানার প্রধান ফটক ছাড়াও কারখানার ভেতর বাহিরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার স্থাপন করতে হবে। এছাড়া কারখানা নিরাপদে রাখতে পুলিশকে সহায়তা করতে হবে। ঈদে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরতে শ্রমিকদের দল বেধে সতর্কতার সঙ্গে যাওয়ার পরামর্শ দেন। ভালো থাকা ভালো রাখা সকলের দায়িত্ব।

রবিবার দুপুরে মির্জাপুর থানা মিলনায়তনে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থি বিভিন্ন শিল্প-কারখানার মালিক, প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, মাসের কয় তারিখে বেতন-বোনাস দেয়া হবে এবং ঈদের ছুটি কত দিন হবে এ সম্পর্কে শিল্পকারখানার শ্রমিকদের আগেই অবগত করতে হবে। এ বিষয়গুলো সম্পর্কে তাদের আগে ধারণা দিলে তারা অনেকটা চাপ মুক্ত থাকতে পারেন। ফলে শ্রমিক অসন্তোষ হওয়ার ঝুঁকি কম থাকে। কোন ধরনের ভুল বোঝাবুঝির ফলে যাতে শ্রমিকরা অসন্তোষ হয়ে রাস্তায় বের হয়ে না আসে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম রেজওয়ান মাহবুব সিদ্দিকী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান, মির্জাপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফাহিম আহমেদ খান প্রমুখ।

কারখানার প্রতিনিধিরা জানান, কোন কোন কারখানা ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে বোনাস দিয়ে দিয়েছেন। অনেক কারখানা আগামী ২৩ মার্চ থেকে ২৮ মার্চ এর মধ্যে বোনাস ও মার্চ মাসের বেতন পরিশোধ করে ঈদের ছুটি দিবেন। এছাড়া কিছু কারখানা মার্চ মাসের ১৫ দিনের বেতন পরিশোধ করবেন। কারখানাগুলোয় ঈদে ২৮ মার্চ থেকে ৫ থেকে ১০ দিনের ছুটি থাকবে বলে কারখানার মালিক প্রতিনিধিরা জানান।

(ঢাকা টাইমস/১৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা