সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে কোটি টাকা ডাকাতি, থানায় অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১৮:৫৬
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার ও তার চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা টাকা ছিনিয়ে নেয়।

জানা গেছে, ভুক্তভোগী ‘দিবা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নাজিম উদ্দিন এবং চালক মামুন শেখ ঢাকার মতিঝিল সিটি ব্যাংক থেকে এক কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন। যাত্রাপথে সোনারগাঁয়ের দড়িকান্দি ব্রিজ এলাকায় পেছন থেকে একটি সিলভার রঙের এক্সিও ফিল্ডার গাড়ি তাদের গাড়ির গতিরোধ করে। এরপর ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি তল্লাশির নামে তাদের আটক করে।

ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে ম্যানেজার এবং চালককে জিম্মি করে তাদের চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যায়। শেষে অপরিচিত স্থানে থামিয়ে কোম্পানির মাইক্রোবাসে থাকা দুটি ব্যাগের টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ম্যানেজার মো. নাজিম উদ্দিন। তিনি জানান, তাদের কোম্পানির মালিক দেশের বাইরে থাকায় চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়।

এ ঘটনার বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, তিনি ঘটনার বিষয়ে কিছু জানেন না। খবর সংগ্রহ করতে হবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এটি রহস্যজনক ঘটনা এবং সিসিটিভি না থাকায় তদন্তে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্তের কাজ শুরু করেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমামও ঘটনার কথা শুনেছেন। তবে ছুটিতে থাকায় তিন বিস্তারিত জানাতে পারেননি।

(ঢাকা টাইমস/১৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশ্মীরে মেঘ বিস্ফোরণে ৪৬ জন নিহত, আহত ১০০, নিখোঁজ অনেক
ধানমন্ডি–৩২: ‘আ.লীগ কর্মী’ সন্দেহে যুবককে মারধর, পুলিশে সোপর্দ
কাটাখাল সীমান্তে চারটি কালো ব্যাগে মিলল প্রায় পাঁচ লাখ পিস ইয়াবা
আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা