সুষ্ঠু নির্বাচন হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামা ওবায়েদ

আগামীকাল যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা উপলক্ষে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া-ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, ‘আমরা হাসিনামুক্ত বাংলাদেশ পেয়েছি। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছেন। তবে আওয়ামী লীগের কিছু লোক বিএনপিতে ঢুকে ভাইয়ে-ভাইয়ে গণ্ডগোল লাগাইতেছে। এই ষড়যন্ত্র সকলকে বুঝতে হবে। তাই সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘এখন সময় দল গোছানোর। মারামারি-হানাহানি বাদ দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। দেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। আগামীকাল যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’
শামা ওবায়েদ আরও বলেন, ‘এখন দেশে আইনের শাসন নাই। নারীরা নিরাপদ না। চুরি-ডাকাতি বেড়ে গেছে। অর্থনীতির অবস্থা ভালো না। সিন্ডিকেটের জন্য জিনিসপত্রের দাম কমতেছে না। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারকে বলব, যত তারাতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটি সংসদ হবে। সংসদের প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে।’
স্থানীয় বিএনপি নেতা হাজি সোবহানের সভাপতিত্বে ও সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা মো. জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. এজাজ, শাহিন মাতব্বর, বিএনপি নেতা ডা. কামরুল হাসান মজনু, যুবদল নেতা এনায়েত প্রমুখ।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
(ঢাকাটাইমস/২০মার্চ/এজে)

মন্তব্য করুন