আলফাডাঙ্গা আদর্শ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল কাশেম মারা গেছেন

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘আবুল কাশেম বাড়িতে একাই ছিলেন। বেলা ১১টা দিকে বাড়ির পরিচারক তাকে চা-বিস্কুট দেয়। সেগুলো খেয়ে তিনি শুয়ে ছিলেন। এর কিছুক্ষণ পর কোনো সাড়াশব্দ না পেয়ে তার ভাগ্নে গিয়ে ডাকাডাকি করেন। এরপর কাছে গিয়ে শরীরে হাত দেওয়ার পরই বোঝা যায় তিনি মারা গেছেন।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, আবুল কাশেম সাহেব হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মারা গেছেন।’
সাবেক এই সহকারী অধ্যাপক খুবই বড় এবং ভালো মনের মানুষ ছিলেন উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, ‘মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কলেজের কয়েকজন শিক্ষককে নিয়ে আমি কাশেম সাহেবের বাড়িতে যাই। তাকে হারিয়ে আমরা আলফাডাঙ্গা আদর্শ কলেজ পরিবার স্বজন হারানোর কষ্ট অনুভব করছি।’
তিনি জানান, ‘আজ (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে নিজ বাড়িতে সাবেক সহকারী অধ্যাপক আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা আবুশ কাশেম ১৯৯৫ সালে আলফাডাঙ্গা আদর্শ কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘ ২৮ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে ২০২৩ সালে তিনি অবসর গ্রহণ করেন।
বাংলা সাহিত্যের সাবেক সহকারী অধ্যাপক আবুল কাশেমের আরও একটি পরিচয় হলো- তিনি ছিলেন একজন কবি ও লেখক। কবিতা আবৃতিতেও তার সুনাম ছিল আলফাডাঙ্গা আদর্শ কলেজসহ গোটা আলফাডাঙ্গা-বোয়ালমারীতে। শ্রেণিকক্ষে তার বাচনভঙ্গি মুগ্ধ করতো সবাইকে।
(ঢাকাটাইমস/২০মার্চ/এজে)

মন্তব্য করুন