সুনামগঞ্জে বন্যার শঙ্কায় পাকা ধান দ্রুত কাটার পরামর্শ, কর্মকর্তাদের ছুটি বাতিল

ভারতের উজানে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পাহাড়ি ঢলের আশঙ্কায় হাওরের পাকা ধান দ্রুত কাটতে কৃষকদের পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে কৃষকদের অনুরোধ জানিয়ে নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা আবহাওয়া পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের একটি তথ্য পেয়েছি। আগামী ১৮ এপ্রিলের পর থেকে ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত এবং সুনামগঞ্জে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি বৃদ্ধির পেয়ে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।’
তবে আতঙ্কিত না হয়ে হাওরের পাকা ধান বিলম্ব না করে কেটে নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘ধান কাটতে শ্রমিকের সংকট দেখা দিলে ছাত্র প্রতিনিধিরা জানিয়েছেন তারা তথ্য পেলে সহযোগিতা করবেন।’ এ ছাড়া কৃষি বিভাগ কৃষকদের সেবায় সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্ট এলাকায় ফসলরক্ষা বাঁধে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশনা দেয়া আছে। সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বোরো ধান ঘরে তোলার আগ পর্যন্ত জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় এ সময় আরও বক্তব দেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফা ইকবাল আজাদ প্রমুখ।
(ঢাকাটাইম/১৫এপ্রিল/মোআ)

মন্তব্য করুন