খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ১৫:০৫| আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৫:১১
অ- অ+

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে। এছাড়াও কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে, যা অতীতে কেউ করেনি।

বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিএসডি খাদ্য গুদাম পরিদর্শন, খাদ্য গুদামে খাদ্যের আর্দ্রতা নির্ণয়, হাওরে বোরো ধানের ফলন সরজমিন পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আর সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে। কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, খাদ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। ধান সংগ্রহে কৃষকদের কাছে কোনো সিন্ডিকেট যাতে কাজ না করে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, কৃষকরা দেশ উন্নয়নের প্রথম সারির সৈনিক, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্য জোগান দেয়। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে।

মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জের ইউএনও সুকান্ত শাহা, জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে জেলার ১২ উপজেলায় প্রায় ১০ লাখ কৃষক ১৩৭টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছেন। যেখান থেকে ধান উৎপাদন হয়েছে দুই লাখ ২৩ হাজার ৪১০ মেট্রিক টন। আর চাল উৎপাদন হবে ৯ লাখ ২৪ হাজার ৪১৩ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। তবে সরকার এ বছর এই জেলা থেকে ধান সংগ্রহ করবে ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন এবং সিদ্ধ চাল সংগ্রহ করবে ১৩ হাজার ৮১৬ মেট্রিক টন।

(ঢাকা টাইমস/২৪এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা