ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে পিটিয়ে জখম

দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা মো. মাঈনুদ্দিন রুবেলকে পিটিয়ে জখম করা হয়েছে। তার মাথায় ৬টি সেলাই লাগে। সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত ওই সাংবাদিক বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অবৈধভাবে মাটি কাটা নিয়ে প্রতিবেদন করায় স্বেচ্ছাসেবক লীগ ও বহিষ্কৃত যুবদল নেতার নেতৃত্বে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও তিনি জানান।
মাইনুদ্দিন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘ ২০ বছর ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের একটি ভাড়া বাসায় থাকেন।
রুবেল জানান, উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা যুবদলের সদস্যসচিব থেকে বহিষ্কৃত নেতা মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মিয়াসহ তাদের ৩০-৪০ জন এ হামলা চালিয়েছে। ওই দুই প্রভাবশালী ব্যক্তি উপজেলার সর্বত্র মাটি কাটার মহোৎসব চালিয়ে যাচ্ছেন। এসব নিয়ে ও বিজয়নগর থানা থেকে বদলি হওয়া ওসি রওশন আলীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তারা ক্ষিপ্ত ছিলেন।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তাদের নেতৃত্বে ৩০-৪০ জন হামলা চালায়।এ সময় সঙ্গে থাকারা রুবেলকে রক্ষা করতে এগিয়ে এলেও পারেননি। প্রথমে তিনি বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি হন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, তিনি ঘটনা শুনেছেন। এই হামলার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
(ঢাকা টাইমস/২৬এপ্রিল/এসএ)

মন্তব্য করুন