জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ১২:১১| আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৪:২২
অ- অ+

ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজার এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাকিল (৩৬), মো. রুবেল (৩৪) ও মো. মোক্তার ভূঁইয়া (৪০)। তারা তিনজনই জুরাইন বৌ-বাজার এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টা ৫ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জানতে পারে, জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসায় কয়েক ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে। এরপর রাত ১০টা ৩৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে শাকিলের বিরুদ্ধে ৯টি ও রুবেলের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৯ জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা, গ্রেপ্তার ২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ বানাতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: ভিসি আমানুল্লাহ
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি রিজভীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা