এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ১২:৫৮| আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৪:১১
অ- অ+

দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগ না দেওয়া আরও চার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চার প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। গত ২৬ জুন প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব নাসিমুল গনি।

বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তারা হলেন— সারদা পুলিশ একাডেমির ডিআইজি নুরে আলম মিনা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুরের এসপি মো. রহমান উল্লাহ চৌধুরী, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও ডিএমপির সাবেক উপ-কমিশনার মানস কুমার পোদ্দার এবং রাঙ্গামাটি এপিবিএন ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসানুজ্জামান মোল্লা।

তাদের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুসারে ‘পলায়নের অপরাধে’ অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকার সময়ে তারা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত সপ্তাহে আরও তিনজন পুলিশ সুপার, নয়জন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করে সরকার।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেপ্তার
সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা, গ্রেপ্তার ২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ বানাতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা