ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী: মীর সরফত আলী সপু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, ২০:০৭
অ- অ+

“আমরা হত্যাকারীর বিচার চাই। কিন্তু দুঃখজনকভাবে একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।” - এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

রবিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঘটনার প্রকৃত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করলেই সত্য উন্মোচিত হবে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডকে নিয়ে তালবাহানা করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।

অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি হিসেবে শপথ নেন মীর উজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ সহ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।

এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয় এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৩জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেপ্তার
সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা, গ্রেপ্তার ২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ বানাতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা