বিপ্লবী ক্যাস্ত্রোর জীবনাবসান

৯০ বছর বয়সে চলে গেলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো। রাষ্ট্রায়াত্ব টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি অনলাইনের সদ্য খবরে বিপ্লবী এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর অর্ধশতক কাল দেশ শাসন করে ২০০৮ সালে ক্ষমতা ছোট ভাই রাউল কাস্ত্রোকে ছেড়ে দিয়ে অবসরে গিয়েছিলেন তিনি। তাৎক্ষণিকভাবে ক্যাস্ত্রোর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরেই তিনি বাধর্ক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।স্বাস্থ্যগত কারণে ২০০৬ সাল থেকে কাস্ত্রোর জনসমক্ষে আসা কমতে থাকে।
কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর অর্ধশতক কাল দেশ শাসন করে ২০০৮ সালে ক্ষমতা ছোট ভাই রাউল কাস্ত্রোকে ছেড়ে দিয়ে অবসরে গিয়েছিলেন তিনি।
কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেওয়ার পর ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো দেশটির ক্ষমতা গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বামপন্থী নেতৃত্বের উত্থান ভালোভাবে নেয়নি দেশটি। কাস্ত্রোকে বহুবার হত্যাচেষ্টা করা হয়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান।
বিল্পবী এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেএস)

মন্তব্য করুন