এক মাস পর দেশে ফিরছেন আশরাফ

তানিম আহমেদ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৬, ১১:০৩| আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৫:৪৫
অ- অ+

প্রায় এক মাস পর দেশে ফিরছেন আওয়ামী লীগেরসভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বেলা ১১টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকা পৌঁছার কথা আছে বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী সাজ্জাদ আলম শাহীন।

বরাবর গণমাধ্যমকে এড়িয়ে চলা আশরাফ তার দেশের উদ্দেশে রওয়ানা হওয়ার খবর জানাননি গণমাধ্যমকে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে তেমন কোনে আয়োজনও থাকছে না বলে নিশ্চিত করেছেন এই নেতার সঙ্গে ঘনিষ্ঠ একজন।

গত ২৯ অক্টোবর দুই সপ্তাহের ছুটি নিয়ে তিনি অসুস্থ স্ত্রীকে দেখতে লন্ডন গিয়েছিলেন। ছুটি শেষে তার ১৪ নভেম্বর দেশে ফেরার কথা ছিল। এরপর আরও দুই সপ্তাহ পর দেশে ফিরছেন তিনি।

গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আশরাফের বদলে নতুন সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের। এরপরই তার লন্ডন যাওয়ার প্রসঙ্গ আসে।

তখনও আশরাফের স্ত্রীর অসুস্থতার কারণ জানা না গেলেও পরে তার ফেরা বিলম্বিত হওয়ার পর জানা যায় বিষয়টি।

আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার অনুরোধ করে ঢাকাটাইমসকে বলেন, ‘ভাবির (সৈয়দ আশরাফের স্ত্রীর) অনেক বড় অপারেশন হয়েছে, এ সময় আশরাফ ভাই তাঁর পাশে থাকতে চেয়েছিলেন।’ ওই নেতা জানান গত ৩ অক্টোবর লন্ডনে আশরাফের স্ত্রীর অপারেশন হয়।

২০ তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ পদ ছাড়লেও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীতে জায়গা হয়েছে আশরাফের। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ও সামলাচ্ছেন তিনি।

দেশে না থাকার কারণে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটির দুটি সভা এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের দুটি সভায় থাকতে পারেননি আশরাফ

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/টিএ/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা