নারায়ণগঞ্জে গণসংযোগে ২০ দলের তিন টিম, নেই জামায়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী পক্ষে প্রচার-প্রচারণা ও গণসংযোগে অংশ নিতে তিনটি টিম করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০দলীয় জোটের মহাসচিবদের বৈঠকে এ টিম গঠন করা হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
তবে এই টিমে জামায়াতের কারও নাম নেই। এই বিষয়ে জানতে চাইলে মহাসচিব বলেন, জামায়াতের পক্ষ থেকে কারও নাম দেয়া হয়নি। যখন দেবে তখন তাদেরকেও টিমে রাখা হবে।
ফখরুল জানান, আগামী ১০ ডিসেম্বর ২০ দলের শীর্ষ নেতারা নারায়ণগঞ্জে সাখাওয়াতের পক্ষে গণসংযোগে যাবেন। তবে বেগম খালেদা জিয়া প্রচারে অংশ নেবেন কি না তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান ফখরুল।
নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে বিএনপি কী প্রত্যাশা করছে- এমন প্রশ্নে দলটির মহাসচিব বলেন,আমরা সব সময় আশাবাদী। যদি সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমাদের প্রার্থী অ্যাডভোকেব সাখওয়াত হোসেন ধানের শীষ নিয়ে বিজয়ী হবেন।
কোন দল কোন টিমে
টিম ‘ক’ তে থাকছে বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও ডেমোক্রেটিক লীগ (ডিএল)।
টিম ‘খ’ তে থাকছে জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, পিপলস লীগ (পিএল) ও বাংলাদেশের সাম্যবাদী দল।
টিম ‘গ’ তে থাকছে জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী ও বাংলাদেশ মুসলিম লীগ।
১৮টি দল নিয়ে গঠিত এই তিন টিমের কর্মকাণ্ডের নেতৃত্ব দেবেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচবি সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়াকে।(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/বিইউ/জেবি)

মন্তব্য করুন