জানি না সত্য কী: আশকোনা অভিযান নিয়ে ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৯| আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৫
অ- অ+

আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানের কী হয়েছে সেটা বুঝতে পারছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আত্মঘাতী নারীর বিস্ফোরণে আহত শিশুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘কেন জঙ্গি আক্রমণ, তার মা জঙ্গি, বাবা জঙ্গি, জানি না সত্য কি।’

রবিবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মাহনগর নাট্যমঞ্চ) খেলাফত মজলিসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় সাধারণ পরিষদের নবম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

গত শনিবার পূর্ব আশকোনায় পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে আত্মঘাতী বিস্ফোরণে এক নারী নিহত হন। আহত হয় এক শিশু কন্যা।

এই অভিযানে এর আগে নিহত সন্দেহভাজন জঙ্গি তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরীও নিহত হয়। ১৫ বছরের ওই শিশুও বাবার মাধ্যমে জঙ্গি তৎপরতায় জড়িয়েছিল এবং সেও অন্যদের জড়াতে উদ্বুদ্ধ করেছিল।

মির্জা ফখরুল বলেছেন, ‘আজকের পত্রিকায় দেখলাম আশকোনায় জঙ্গি হামলায় চার বছরের শিশু ক্ষত বিক্ষত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। তা দেখে আমার অন্তর আত্মা শুকিয়ে গেছে। একটা চার বছরের শিশু গ্রেনেড দ্বারা ক্ষত বিক্ষত হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। কেন জঙ্গি আক্রমণ, তার মা জঙ্গি, বাবা জঙ্গি, জানি না সত্য কি। এক নির্মম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে গোটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। সম্পুর্ণ সুচিন্তিতভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে এই অনৈতিক সরকার এই সমস্ত কাজ করে যাচ্ছে।’

এই সরকারের হাতে কোন মানুষ নিরাপদ নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের আমলে সবখানে নৈরাজ্য চলছে। হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে, বৌদ্ধদের উপাসনালয় ভেঙে দিচ্ছে। সাঁওতালদের বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে।

অন্যের তাবেদার সরকার গভীর এক সংকটে দেশকে ফেলেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশে এখন সত্যিকার অর্থেই গণতন্ত্র নাই। দেশের রাজনীতি এখন গভীর সংকটে। শুধু রাজনীতিই নয় অর্থনীতি, পররাষ্ট্রনীতি এখন গভীর সংকটে রয়েছে। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে।’

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অনেক মূল্য দিতে হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘খালেদার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলনে অনেক মূল্য দিতে হয়েছে। অনেকের ফাঁসি হয়েছে, নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে সারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে এই অনৈতিক সরকার।’

সারা বিশ্বেই মুসলমানদের ওপর নির‌্যাতন হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে সারাবিশ্বেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তারা এক জোট হয়ে গেছে শান্তির ধর্ম ইসলাম ধ্বংস করার চক্রান্ত চলছে। আমাদেরকে প্রমাণ করতে হবে মুসলমানরা বিশৃঙ্খলা চায় না, তারা শান্তি চায়। আমরা শান্তির পক্ষে, বিশ্বশান্তির পক্ষে। মিয়ানমারে মুসলিম হত্যাযজ্ঞ চলছে কিন্তু জাতিসংঘ, ওআইসি কোন কথা বলছে না।’

খেলাফতে মজলিসের আমির মোহাম্মদ ইসাহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব আহমাদ আব্দুল কাদের, নায়েবে আমির সৈয়দ মুজিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির নূর হোসেন কাশেমী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমেক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/জিএম/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
বিএনপি ক্ষমতায় গেলে চব্বিশের শহীদদের নামে হবে স্থাপনা-সড়কের নাম: তারেক রহমান
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা